মাদারীপুর ক্যাডেট মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরে তিনদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে মাদারীপুর ক্যাডেট মাদরাসার বার্ষিক ক্রীড়া আয়োজন।
শনিবার দুপুরে মাদারীপুর স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. মোশারফ হোসেন মাসুদ। মাদরাসা ব্যবস্থাপনা পরিচালনা হাফেজ মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন এবং মাদরাসার পরিচালক সাইয়্যেদ মনিরুজ্জামান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন আহমেদ। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মোট ৯০টি ইভেন্টে অংশগ্রহণ করে ক্রীড়া দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখে।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
১৫৩ বার পড়া হয়েছে