মধুমিতা সরকার ফের বিয়ের পিঁড়িতে, প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাক
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার ফের বিয়ে করলেন। শুক্রবার স্বরসতী পূজার রাতে তিনি প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজ-কলমে সাতপাকে বাঁধা পড়েন।
মধুমিতার নতুন স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও ভ্রমণপ্রিয়।
বিয়েতে মধুমিতা পরেছিলেন লাল বেনারসি শাড়ি, সোনার গয়নায় সাজ সজ্জিত, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ। নিজের বিয়েকে অভিনেত্রী বলেন, 'পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনা হয় না। নিজের বিয়ে সবচেয়ে স্পেশাল।'
মধুমিতার বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ অন্যান্য বন্ধুরা। কনের রূপে মধুমিতার ছবি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেছেন।
মধুমিতা ও দেবমাল্য পাঁচ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন। গত বছরের মার্চে অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে বিয়ে করতে চান তারা। তার ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি বাগদান সম্পন্ন হয়, সেই দিন মধুমিতা লিখেছিলেন, 'শুধুই আমার।'
এটি মধুমিতার দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছিলেন, পরে বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নতুন জীবন শুরু করলেন তিনি।
১৫৯ বার পড়া হয়েছে