পটুয়াখালী-৪: ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন মোশাররফ হোসেন
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, 'একটা দল ইসলাম ও বেহেশতের কথা বলে সহজ সরল ধর্মভীরু ভোটারদের কাছে গিয়ে নানা কৌশলে ভোট চাইছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।' মোশাররফ হোসেন আরও বলেন, দেশের এবং পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া উচিত।
শুক্রবার রাতে কলাপাড়া পৌরশহরের মিনি মার্কেটে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুল হক পনির। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
মোশাররফ হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন, 'কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দরের উন্নয়নে বিএনপির বিকল্প নেই। দল-বদল নয়, অন্তত উন্নয়নের স্বার্থে এবারে ধানের শীষে ভোট দিন।'
১৬৪ বার পড়া হয়েছে