টাঙ্গাইলে অসহায় মানুষের মাঝে মানবাধিকার কমিশনের শীতবস্ত্র বিতরণ
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শীতের তীব্রতা থেকে অসহায় ও দুঃস্থ মানুষদের সুরক্ষা দিতে টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশন।
শনিবার সকালে শহরের ভিক্টোরিয়া সড়কে অবস্থিত সংগঠনের জেলা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রায় ৩৫০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে শাল ও চাদর তুলে দেওয়া হয়।
সংগঠনের নিজস্ব তহবিল থেকে সংগৃহীত অর্থ ব্যয় করে মানবিক এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা। তারা সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফজলুল হক, মোঃ আজগর আলী খান, হোসনেয়ারা বিউটি, সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম দুলাল, সুব্রত চন্দ জয়দেব, আব্দুল আউয়াল খান তাপস, অর্থ সম্পাদক মোঃ আবু রায়হান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।
বক্তারা বলেন, শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটি প্রতিবছর শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শীতবস্ত্র পেয়ে খুশি প্রকাশ করেন উপকারভোগীরা। তারা ও তাদের পরিবার মানবিক এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
১৭২ বার পড়া হয়েছে