ধামরাইয়ে ধর্ষণের গুজব: ডাকাতির প্রমাণ পেয়েছে পুলিশ, গ্রেফতার ৪
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ের রামরাবণ এলাকায় ধর্ষণের গুজব ছড়িয়ে আলোচনার জন্ম দেওয়া একটি ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতের অভিযানে ধামরাই থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, চলতি মাসের ১৩ জানুয়ারি রাজ্জাক নামে এক ব্যক্তি নিজেকে স্বামী পরিচয় দিয়ে এক নারীকে সঙ্গে নিয়ে তার পুরোনো সহকর্মী কৃষ্ণচন্দ্র মনি দাসের বাড়িতে যান। বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় কৃষ্ণচন্দ্র অতিথিদের থাকার ব্যবস্থা করে দেন তার বোনের বাড়িতে।
এরপর মধ্যরাতে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর নারী ও তার সঙ্গীর কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেওয়া হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে এতে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হয়।
ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত শুরু করে ধামরাই থানা পুলিশ। তদন্তে চারজনের সম্পৃক্ততার প্রমাণ মিললেও ধর্ষণের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
ঘটনার ১০ দিন পর, ২৩ জানুয়ারি ধামরাইয়ের রামরাবণ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২২ জানুয়ারি ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি গ্রহণ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জিয়োস চন্দ্র মনি দাস (৩০), শ্রী চরণ (৫০), সুভন (৩০) ও দিপু চন্দ্র মনি দাস (৪৫)। তারা সবাই ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবণ এলাকার বাসিন্দা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ৮ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে আগে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে এবং রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি গুজব ছড়ানোর বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে জানান তিনি।
১৩৮ বার পড়া হয়েছে