জাতীয়
ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ
স্টাফ রিপোর্টার
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা অক্ষত ছিলেন। ঘটনার পর তারা তাদের কর্মসূচি দ্রুত শেষ করে পরীবাগ এলাকায় চলে যান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রমনা এলাকার গোল্ডেন প্লাজা গলিতে পথসভা চলাকালে আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছিলাম। হঠাৎ একটি ভবনের ওপর থেকে প্রথমে ময়লা পানি এবং পরে ডিম নিক্ষেপ করা হয়।”
তিনি আরও বলেন, “আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। যাদের চাঁদাবাজির সাম্রাজ্য ভেঙে পড়ছে, তাদেরই এ ঘটনার সঙ্গে সম্পর্ক থাকতে পারে।”
এবারের জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে অংশ নিচ্ছেন। ঢাকা-৮ আসনে তার প্রধান প্রতিপক্ষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
১৩৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন