যশোরে দাঁড়িপাল্লার মিছিল থেকে লাঙল প্রতীকের প্রচার বাহনে হামলার অভিযোগ
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরে জাতীয় পার্টির লাঙল প্রতীকের একটি নির্বাচনী প্রচার বাহনে হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মিছিলের বিরুদ্ধে। এ ঘটনায় যশোর-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খবির গাজী অভিযোগ করেছেন।
শুক্রবার সন্ধ্যা পোনে সাতটার দিকে যশোর শহরের বেজপাড়া তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়। পরে জাতীয় পার্টি যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খবির গাজী জানান, তার নির্বাচনী প্রচারের জন্য ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ওই এলাকায় প্রচার চালাচ্ছিল। এ সময় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের একটি মিছিল সেখানে পৌঁছালে মিছিলের কয়েকজন কর্মী ইজিবাইকে ঝুলানো লাঙল প্রতীকের ব্যানার ধরে টান দেন এবং তা ছিঁড়ে ফেলেন। একই সঙ্গে তাকে আওয়ামী লীগের দোসর বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি নিয়ে কোতয়ালি থানায় উপস্থিত হন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর যশোর জেলা নির্বাচন পরিচালক গোলাম কুদ্দুস বলেন, ঘটনার বিষয়টি তারা শুনেছেন। তার দাবি, মিছিল চলার পথে লাঙল প্রতীকের গাড়িটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। মিছিলকারীরা গাড়িটি সরাতে বললেও তা না সরানোয় একজন কর্মী গাড়িটি ঠেলতে গেলে টান লেগে ব্যানার আংশিক ছিঁড়ে যায়। তবে গাড়ি বা মাইকে কোনো ধরনের ভাঙচুর হয়নি বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশও করেন।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাঙল প্রতীকের প্রচার বাহনে হামলার অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১২২ বার পড়া হয়েছে