বেকারদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ছাত্র-ছাত্রী ও যুবকদের মাসে ১০ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদের মাসিক ভাতা প্রদান করা হবে। তিনি জানান, প্রতিটি পরিবারকে ছোট শিল্পকেন্দ্রে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই হবে তাদের অগ্রাধিকার।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা দেশের স্বার্থকে সবার আগে রাখবে, বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেবে না। তিনি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উত্তরবঙ্গের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, পুরো অঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনৈতিক রাজধানীতে রূপান্তর করা হবে। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর আধুনিকায়ন করে সৈয়দপুর বিমানবন্দরের চেয়েও উন্নত করা হবে, যাতে শিল্পপণ্য সহজে দেশ-বিদেশে রপ্তানি করা যায়। এ লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
তিনি ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান এবং সভার শেষে প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।
জেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ সিগবা এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে