পঞ্চগড়ে ‘পাইয়োনিয়ার্স’ রিলস প্রতিযোগিতা, আইফোন জিতলেন দুই তরুণ
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় জেলার নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে ভিডিও রিলস তৈরি করে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করেছে ‘পঞ্চগড় পাইয়োনিয়ার্স’।
জেলার তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই রিলস কম্পিটিশনের বিজয়ীদের মাঝে শুক্রবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় জেলার রাস্তাঘাট ও স্থলবন্দরের সমস্যাগুলো তুলে ধরে প্রথম স্থান অর্জন করেন উজ্জ্বল রায়। পুরস্কার হিসেবে তাকে একটি আইফোন ১৭ প্রদান করা হয়। অন্যদিকে শিক্ষা খাতের নানা সংকট ও চ্যালেঞ্জ নিয়ে কনটেন্ট তৈরি করে দ্বিতীয় হন মুস্তাক আহমেদ, তিনি পান আইফোন ১৬ প্রো।
গত অক্টোবর মাসে শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার প্রায় অর্ধশতাধিক কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন। সৃজনশীলতা ও সামাজিক সচেতনতার ভিত্তিতে সেরা ২০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় পাইয়োনিয়ার্সের কর্ণধার, লেখক ও রাজনৈতিক গবেষক ব্যারিস্টার নওফেল জমির। এ সময় পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে