সিরাজগঞ্জে জামায়াতের দুই জনসভায় শফিকুর রহমান প্রধান অতিথি
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দুইটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আগামীকাল শনিবার বিকেল ৩টায় সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. জাহিদুল ইসলামের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এরপর বিকেল ৪টায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দলীয় প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের সমর্থনে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত পথসভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এ কর্মসূচি উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর-কামারখুন আসনের প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম।
এ সময় শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে