সারাদেশ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-০২ আসনের ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে নির্বাচনে বিএনপির নেতা কর্মীরা জেলখানায় এবং তারেক রহমান দেশের বাইরে, সেখানে স্বাভাবিকভাবে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় না।
যত তাড়াতাড়ি নির্বাচন, তত তাড়াতাড়ি জনগণের প্রার্থী নির্বাচিত : রুহুল কুদ্দুস
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-০২ আসনের ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে নির্বাচনে বিএনপির নেতা কর্মীরা জেলখানায় এবং তারেক রহমান দেশের বাইরে, সেখানে স্বাভাবিকভাবে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় না।
তিনি আরও বলেন, গত ২৪ বছরে অনুষ্ঠিত চারটি সংসদ নির্বাচনে সাধারণ জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাননি। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
শুক্রবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নের বারইহাটী এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন