জামায়াত আমির ড. শফিকুর রহমানের পঞ্চগড় জনসভা
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্র ও বঞ্চনার কারণে উত্তরাঞ্চল পিছিয়ে গেছে।
জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ক্ষমতায় এলে শুধু পঞ্চগড় নয়, দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হবে। তিনি আরও বলেন, “চুরি করতে আর কাউকে দেওয়া হবে না, বিদেশে নেওয়া টাকা ফিরিয়ে আনা হবে।”
ড. শফিকুর রহমান শুক্রবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। তিনি হেলিকপ্টার যোগে পঞ্চগড় স্টেডিয়ামে এসে নামেন। জনসভায় তিনি বলেন, “উত্তরাঞ্চলের মানুষের জীবন ও নদীর প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। পাঁচ বছরের মধ্যে এই এলাকার চেহারা বদলানো সম্ভব।”
তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতির সমালোচনা করে বলেন, “দুই হাজার টাকার কার্ড দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের কাছে কার্ড নেই, আমরা ভালোবাসার কার্ড চাই।”
ড. শফিকুর রহমান আরও বলেন, দেশের নদী ও মানুষের জীবন ধ্বংস করা হয়েছে। “দেশের মূল চারটি নদীকে খুন করা হয়েছে। তারা প্রতি পাঁচ বছরে একবার আসে, বাকী সাড়ে চার বছর হারিকেনের মতো নিখোঁজ থাকে। বসন্তকালে কোকিলের মতো শুধু কুহু কুহু ডাক শোনা যায়।”
জামায়াত আমির পঞ্চগড়ে ভোটারদের উদ্দেশে বলেন, “দুর্নীতি ও চুরি বন্ধ করা হবে, জনগণ যাতে তাদের ট্যাক্সের অর্থ নিজেরা পায়, সেই ব্যবস্থা করা হবে। চাঁদাবাজি আর চলবে না। আমরা কাউকে চাঁদা নিতে দেব না।”
তিনি পঞ্চগড়-১ আসনে এনসিপির সারজিস আলমকে শাপলা কলি প্রতীক এবং পঞ্চগড়-২ আসনে জামায়াতের সফিউল আলম সুফিকে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
ড. শফিকুর রহমান আরও বলেন, “ভোট ডাকাতদের কারণে বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমরা চাই আর এই দেশে ফ্যাসিবাদের ছায়া না ফিরে আসুক। যারা দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস ও হত্যা থেকে বিরত থাকতে পারবে, তারাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।”
তিনি নারীর নিরাপত্তা ও সম্মানের প্রতিশ্রুতিও দেন, বলেন, “নারীরা কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে। রাস্তাঘাটে তাদের চলাফেরায় নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন জনসভা সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়া জোটের অন্যান্য নেতারা বক্তব্য দেন।
ড. শফিকুর রহমান জনসভা শেষে হেলিকপ্টার যোগে দিনাজপুরে যান। নামাজের পর তিনি দিনাজপুর, ঠাকুরগাও ও রংপুরে জনসভায় অংশগ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
১০৮ বার পড়া হয়েছে