চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর ফেস্টুনে আগুন ও ভাঙচুর
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী ফেস্টুনে আগুন দেওয়া ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, গত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ইউনিয়নের একাধিক স্থানে টানানো নির্বাচনী ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। এ সময় কিছু ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এতে বেশ কয়েকটি ফেস্টুন সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং কয়েকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত নাশকতামূলক কাজ। তাদের দাবি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত করতেই এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচনী প্রচারণায় এ ধরনের হামলা ও ভাঙচুর গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
১১৯ বার পড়া হয়েছে