ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা, নয়াদিল্লির চরম ক্ষোভ
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ইস্টার্ন ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি।
বুধবার রাতে জাগরেবস্থিত ভারতীয় মিশনের নিরাপত্তাবেষ্টনী ভেঙে দূতাবাস প্রাঙ্গণে ঢুকে একদল উগ্রপন্থী শনিবার গভীর রাতে ভাঙচুর চালায় এবং ভারতের জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানের পতাকা টাঙানোর চেষ্টা করে। ঘটনাটিকে কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন উল্লেখ করে ক্রোয়েশিয়া সরকারের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, দূতাবাস প্রাঙ্গণে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের মাধ্যমে হামলাকারীরা ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন করেছে। কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা আতিথেয় রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে নয়াদিল্লি জাগরেব কর্তৃপক্ষকে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে দূতাবাসের নিরাপত্তা জোরদারের দাবিও জানানো হয়েছে।
ভারতীয় দূতাবাস সূত্রের বরাতে জানা গেছে, হামলায় ভবনের কিছু অংশ ও নিরাপত্তা অবকাঠামোর সামান্য ক্ষতি হলেও কোনো কূটনীতিক বা কর্মী আহত হননি। হামলাকারীদের ‘অ্যান্টি ইন্ডিয়া’ ও সম্ভাব্য প্রো-খালিস্তানি গোষ্ঠীর সদস্য হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশ্বজুড়ে ভারতীয় মিশনগুলোতে আগে থেকেই নিরাপত্তা সতর্কতা জারি ছিল; জাগরেবের এ ঘটনা তার মধ্যেই নতুন উদ্বেগ তৈরি করেছে।
সাম্প্রতিক বছরে লন্ডন, সান ফ্রান্সিসকোসহ বিভিন্ন পশ্চিমা শহরে ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটে হামলা, অবরোধ ও ভাঙচুরের ধারাবাহিকতার পর এবার পূর্ব ইউরোপে একই কায়দার ঘটনা ঘটল। নয়াদিল্লি মনে করছে, সংগঠিত আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হিসেবেই ভারতবিরোধী গোষ্ঠীগুলো এই হামলা চালাচ্ছে। ভারত সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং কূটনৈতিক স্থাপনার প্রতি হুমকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
১২৯ বার পড়া হয়েছে