জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে গানম্যান চাইলেন হান্নান মাসউদ
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে গানম্যান চেয়ে আবেদন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, হান্নান মাসউদের পক্ষ থেকে নিরাপত্তা সহায়তার জন্য একটি আবেদন পাওয়া গেছে। আবেদনটি গ্রহণ করে জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আবেদন প্রসঙ্গে আব্দুল হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলায় এখনো অবৈধ অস্ত্রের অস্তিত্ব রয়েছে। পাশাপাশি নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে অবাধ ও নিরাপদ যোগাযোগ বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালানোর স্বার্থেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছেন।
তিনি আরও বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়। আমি চাই, এলাকার সব ভোটার যেন ভয়ভীতি ও বাধাবিহীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলে আমি আশাবাদী।”
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আবেদনটি পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৭ বার পড়া হয়েছে