অনুমতি না পেয়ে বাইরে দাঁড়িয়েই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রশাসনের অনুমতি না পাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে দাঁড়িয়েই কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি প্রথমে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে যান। এ সময় সমাধি সৌধে প্রবেশ করতে চাইলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমতি নেওয়ার কথা জানান।
পরবর্তীতে তিনি টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ভেতরে প্রবেশের অনুমতি চান। তবে অনুমতি না পাওয়ায় তিনি সমাধি সৌধের বাইরে দাঁড়িয়েই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাত করেন।
এ বিষয়ে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান বলেন, “গোপালগঞ্জ-০৩ আসন বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান। এ মাটিতেই জন্ম নিয়েছেন স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই সঙ্গে এ অঞ্চল আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো মহান আলেমের জন্মভূমি। এই দুই মহামানবের কবর জিয়ারতের মধ্য দিয়েই আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি।”
তিনি আরও বলেন, দুইজন মহান ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ অনুসরণ করেই তিনি নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান।
১০৬ বার পড়া হয়েছে