চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী হাটপাড়া এলাকায় পদ্মা নদী থেকে ১৮ দিন ধরে নিখোঁজ ছিলেন গরু ব্যবসায়ী গোলকাজুল ওরফে কাজল (৩৫)-এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের গোদাগাড়ী হাটপাড়া ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ শনাক্ত করেছেন মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে নিখোঁজ গোলকাজুলের পরিবার, যারা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোলকাজুল গত ৩ জানুয়ারি রাতে নিখোঁজ হন। এ ঘটনায় ৮ জানুয়ারি তার স্ত্রী লিসা বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ জনসহ মোট ১৬ জনকে অপহরণের অভিযোগে সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার একজনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। পরিবারের দাবি, আসামীরা নির্যাতন করে হত্যার পর তার মরদেহ নদীতে ফেলে দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, "স্থানীয়দের খবরে পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
১০৭ বার পড়া হয়েছে