পঞ্চগড়ের দুই সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম আজ সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জামান।
অনুষ্ঠানে রিটার্নিং অফিসার জানান, সকলের সহযোগিতায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে। এজন্য প্রার্থী এবং তাদের দলের নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মানা অত্যন্ত জরুরি।
প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয় এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা আচরণবিধির খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেন।
জেলার দুই সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতীক পেয়েছেন। পঞ্চগড়-২ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন ঘোড়া প্রতীক গ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রার্থী এবং তাদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১১৩ বার পড়া হয়েছে