পঞ্চগড়ে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, নির্বাচনী হুমকির অভিযোগ
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে পঞ্চগড়ের দুইটি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে বরাদ্দ পত্র তুলে দেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।
দুই আসনে মোট ১৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি ও জামায়াতের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীদের দ্বারা হুমকি প্রদানের ঘটনা ঘটছে।
রিটার্নিং কর্মকর্তা বরাবর এ অভিযোগের বিষয়টি নথিভুক্ত করা হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে