তারেক রহমানের ‘কার্ড প্রদর্শন’ নির্বাচন আচরণবিধির লঙ্ঘন : সারজিস
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়-১ আসনে ১০ দলের প্রার্থী ও এনসিপির নেতা সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইছেন, যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে শোকবার্তা উল্লেখ করে ঘরে ঘরে লিফলেট বিতরণ করা মূলত সহানুভূতি আদায় ও ভোট চাওয়ার কৌশল। তবে এ বিষয়ে তারা আনুষ্ঠানিক অভিযোগ করেননি। কিন্তু সম্প্রতি কড়াইল বস্তিতে এক অনুষ্ঠানে তারেক রহমান যে কার্ড প্রদর্শন করে নানা প্রতিশ্রুতি দিয়েছেন, তা আচরণবিধি লঙ্ঘন। দলীয় প্রধান হিসেবে তিনি এমন কার্ড দেখিয়ে ভোটারদের প্রলুব্ধ করতে পারেন না-বিশেষ করে সেই কার্ডের কোনো বাস্তব অস্তিত্ব বা বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের ভয়ভীতি দেখাচ্ছেন। 'ভয়ের রাজনীতি বাংলাদেশে আর চলবে না,' বলেন তিনি। ভোট না দিলে ‘দেখে নেওয়া হবে’-এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন সারজিস আলম। এ বিষয়ে তারা মৌখিক অভিযোগ দিয়েছেন এবং প্রয়োজনে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান।
ছোটখাটো রাজনৈতিক দলের আচরণবিধি লঙ্ঘন নিয়ে তারা সাধারণত অভিযোগ করেন না উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন পরিচালনায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভোটার, কর্মী-সমর্থক কিংবা ১০ দলের কারও প্রতি ভয়ভীতি দেখানো হলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে- অন্যথায় তারা প্রতিরোধ গড়ে তুলবেন।
সারজিস আলম বলেন, কোনো একটি দল দমন-পীড়ন চালাবে আর বাকিরা নীরব দর্শক হয়ে থাকবে- এ সময় আর নেই। নিজেদের রাজনৈতিক চরিত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা কাউকে হুমকি দেননি এবং দেবেনও না। বিএনপির ‘কার্ড’ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেন- এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে নির্ভরশীল ও অক্ষম করতে চাওয়া হচ্ছে কি না।
সবশেষে তিনি বলেন, তারা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চান এবং সে লক্ষ্যে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।
১১৩ বার পড়া হয়েছে