পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারদের খোঁজ নিলেন ব্যারিস্টার নওশাদ
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৪ সালের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে পঞ্চগড়ের পাঁচ শহীদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের অভ্যর্থনা কক্ষে তিনি জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় ব্যারিস্টার নওশাদ জমির বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবিক বিপর্যয় থেকে দেশকে রক্ষায় জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে শহীদ পরিবারগুলোর জন্য সুপরিকল্পিত সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সেগুলো বাস্তবায়ন করা হবে। শহীদ পরিবারগুলোর পাশে দেশের জনগণ রয়েছে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যক্তিগত দুঃখ-কষ্ট ও অভিজ্ঞতার কথা সরাসরি তাকে জানানোর অনুরোধ জানান।
ব্যারিস্টার নওশাদ জমির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে প্রতীক বরাদ্দ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আশা প্রকাশ করে বলেন, পঞ্চগড়ে আনন্দমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামীকাল থেকে পঞ্চগড় জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
১২১ বার পড়া হয়েছে