রৌমারীতে খাদ্য নিয়ন্ত্রক ও ডিলারের মারামারি, ইউএনও’র তদারকি
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারি ঘটেছে।
ঘটনা ঘটে গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে।
আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। মারামারির বিষয়ে তিনি জানান, লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমাধান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, 'টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেছেন। বিষয়টি আমি ইউএনও-কে অবগত করেছি। তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন জানান, বিষয়টি তার জানা আছে। তিনি আরও বলেন, 'উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
১১৮ বার পড়া হয়েছে