সর্বশেষ

জাতীয়শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ জাতিসংঘের
আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে নির্বাচনী মাঠে নামছেন প্রার্থীরা
মার্চে শুরু হচ্ছে পদ্মা ব্যারাজ: ফারাক্কা সংকটে বাংলাদেশের কৌশলগত জবাব
আজ পে কমিশনের প্রতিবেদন জমা, বাড়তি ব্যয় ৮০ হাজার কোটি টাকা
বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার
সারাদেশসাতক্ষীরার তালায় ডিবি পুলিশের ছদ্মবেশে দুই কোটি টাকা লুট
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, ছয়জন আহত
কুষ্টিয়ায় অভিযানে ওয়ান শুটার গান ও এয়ারগান উদ্ধার,২ মামলা দায়ের
আন্তর্জাতিকভারতে ভোটার তালিকায় বাদ পড়ছেন মুসলিম, অভিবাসী ও আদিবাসীরা
খেলাবিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, অনড় অবস্থানে আইসিসি
সারাদেশ

বান্দরবানে জেলা পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ সভা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন Promoting Gender Responsive Enterprise Development and TVET Systems (ProGRESS) Project-এর আওতায় বান্দরবান জেলা পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক থানজামা লুসাই, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সভাপতি, জেলা পর্যটন উন্নয়ন কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোহাম্মদ নজরুল ইসলাম, আইএলও বাংলাদেশ চট্টগ্রাম অফিসের প্রধান আলেক্সিয়াস চিসিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এছাড়াও সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম), জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাসহ জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি ও হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দও সভায় অংশ নেন।

সভায় জেলা পর্যটনের টেকসই উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং পর্যটন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাবনাসমূহ:

১. বান্দরবান জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা নিয়মিতকরণের লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর সভা আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং উক্ত সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা হবে।

 

২. প্রজ্ঞাপিত জেলা পর্যটন উন্নয়ন কমিটিকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।

৩. জেলা পর্যটন উন্নয়ন কমিটির সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে।

 

৪. জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাসমূহের কার্যবিবরণী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর এই প্রথম জেলা পর্যটন উন্নয়ন কমিটির কার্যক্রম জোরদারে এ ধরনের সমন্বিত সভা অনুষ্ঠিত হলো। সভা শেষে অংশগ্রহণকারীরা বান্দরবানের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন