শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী: গণতন্ত্রের প্রবক্তা হিসেবে স্মরণ
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রূপকার হিসেবে স্মরণ করেছে বিএনপি।
নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকালে জেলা শহরের মাইজদী আইনজীবী সমিতি হলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথির বক্তব্যে বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি গণতন্ত্রের প্রবক্তা। একদলীয় শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে তিনি বহুদলীয় রাজনীতির পথ প্রশস্ত করেছিলেন। জনগণের মত প্রকাশ ও অংশগ্রহণমূলক রাজনীতির ভিত্তি স্থাপন করাই ছিল তার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দেশের স্বাধীনতা ও আত্মপরিচয়ের প্রতিরক্ষা ছিল। তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই রাজনীতি ছাড়াও অর্থনীতি, কৃষি ও শিল্পখাতকে শক্তিশালী করতে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, জাতীয় নির্বাহ কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা জর্জ আদালতের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান, জেলা দফতর সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কামরুল ইসলামসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
১০৫ বার পড়া হয়েছে