সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় এলাকায় অবস্থিত গ্র্যান্ড এসেম্বলী হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তিনি বলেন, 'জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ‘হা’ ভোটের নিশ্চয়তা চায়। আমরা আশা করি, জেলা প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রেখে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।'
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে কুড়িগ্রামের চারটি আসনের কোনোটিতেই জয়ী না হলেও জামায়াতে ইসলামী বা ১০ দলীয় জোটের কোনো আক্ষেপ থাকবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, সাবেক জেলা আমীর আব্দুল মতিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
১১৫ বার পড়া হয়েছে