পটুয়াখালীর কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট, দাম আকাশছোঁয়া
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বসুন্ধরা গ্রুপের গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না। অন্যান্য কোম্পানির গ্যাস কিছুটা পাওয়া গেলেও দাম বেড়ে গেছে।
বর্তমানে ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ১৪০০–১৬০০ টাকা পর্যন্ত উঠেছে। এর আগে দাম ছিল প্রায় ১২০০ টাকা, যা প্রতি সিলিন্ডারে ২০০–৪০০ টাকা বেশি। দীর্ঘ এক সপ্তাহ ধরে এই অবস্থা উপকূলীয় এলাকায় বিরাজ করছে।
সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা এই সংকটের কারণে বিরক্ত। পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল-মোটেল মালিকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ডিলাররা জানিয়েছেন, চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় ক্রয়মূল্য বেশি হওয়ায় বিক্রয়মূল্যও বৃদ্ধি করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সৈয়দ রাসেল বলেন, “কয়েক দিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। দামও বাড়ছে। গত সপ্তাহে বসুন্ধরা গ্যাস কিনেছি ১৬০০ টাকায়। এখন একেবারেই নেই। প্রশাসনের পদক্ষেপ প্রয়োজন।”
দোকানদার বাবুল বলেন, “আগে গ্যাস কিনতাম ১১০০–১২০০ টাকায়। এখন ১৩০০–১৪০০ টাকায় কিনতে হচ্ছে। এইভাবে চলতে থাকলে ব্যবসা টিকে থাকা কঠিন হবে।”
শিক্ষিকা নাজমা আক্তার জানান, “সকল পণ্যের দাম ইতিমধ্যেই দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এবার গ্যাসের দামও আরও ২০০–৩০০ টাকা বেড়েছে। সংসারের জন্য ভাতের ব্যবস্থা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, “যদি কেউ গ্যাস মজুদ করে সংকট তৈরি করে বা অতিরিক্ত মূল্য রাখে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
১০৪ বার পড়া হয়েছে