নওগাঁর রাণীনগরে আগুনে দগ্ধ বাসন্তী রাণীর মরদেহ উদ্ধার
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর রাণীনগর উপজেলার হরিপুর গ্রামে এক গৃহবধূ বাসন্তী রাণী (২৫) নিহত অবস্থায় আগুনে দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মৃতার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাসন্তী রাণী প্রবাসী উৎপল চন্দ্রের স্ত্রী। স্বজনদের দাবি, তার মৃত্যু স্বাভাবিক দুর্ঘটনা নয়, হত্যার পর লাশ আগুনে দগ্ধ করা হয়েছে।
বাসন্তীর শ্বশুর কৃষ্ণবন্ধু ওরফে মুন্টু জানিয়েছেন, সোমবার সকালেই তারা মাঠে আলু তোলার জন্য গিয়েছিলেন। বাড়িতে শুধু বাসন্তী ছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে তাকে ফোন করে যোগাযোগের চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যায়নি। পরে বাড়িতে এসে দেখতে পান চুলার পাশে তার দগ্ধ দেহ। প্রতিবেশীদের ডাকে ঘটনাস্থলে পৌঁছায় তারা। মুন্টু মনে করছেন, সম্ভবত চুলায় ভাত গরম করার সময় দুর্ঘটনায় আগুন ধরে গেছে।
বাসন্তীর ছোট বোন লক্ষী রাণী বলেন, “কিছুদিন আগে শাশুড়ি মারা গেছেন। মাত্র তিন বছরের এক কন্যা সন্তান নিয়ে শশুরের সঙ্গে বাস করছিলেন বাসন্তী। স্বামীর সঙ্গে পারিবারিক এবং মোবাইল ফোনে কথার কারণে ঝগড়া চলত। রোববার বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলেছিলেন। এখন তার এমন মৃত্যু শুনে আমরা স্তম্ভিত।”
মামা গোপেস চন্দ্র দাবি করেন, “বাসন্তীকে হয়তো হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে। সাধারণভাবে আগুনে দগ্ধ হলে বাঁচার চেষ্টা দেখা যায়, কিন্তু তার দেহে এমন কোন চিহ্ন নেই।” তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু চন্দ্র পাল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার প্রাথমিকভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
১১৭ বার পড়া হয়েছে