কুড়িগ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ ও উন্নয়নমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা দেবনাথ, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন (অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব), আসাদুজ্জামান (অতিরিক্ত জেলা প্রশাসক), স্বপন কুমার বিশ্বাস (সিভিল সার্জন কুড়িগ্রাম), রাকিবুল হাসান (নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড), আব্দুল্লাহ আল মামুন (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক), হাবিবুর রহমান (জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা), শাহজাহান আলী (জেলা তথ্য অফিসার), আরিফুল ইসলাম (সহকারী কমিশনার), সালমা আক্তার (উপজেলা নির্বাচন অফিসার), এস.এন. শরিফুল ইসলাম খন্দকার (সদর প্রাথমিক শিক্ষা অফিসার), ও নাহিদা আফরিন (সদর কৃষি অফিসার)।
বৈঠকে ভোটার উদ্বুদ্ধকরণের পাশাপাশি স্থানীয় জনগণকে স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ ও শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে পরামর্শমূলক সেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি অন্নপূর্ণা দেবনাথ বলেন, 'দেশের উন্নয়নে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর দেশের ভবিষ্যতের চাবি জনগণের হাতে। ভোটদান নিশ্চিত করার পাশাপাশি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি।'
১২০ বার পড়া হয়েছে