সর্বশেষ

জাতীয়আজ সন্ধ্যায় শবে বরাতের তারিখ নির্ধারণ, বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
আচরণবিধি লঙ্ঘন ও ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগে রুমিনকে শোকজ
১ ফেব্রুয়ারির মধ্যে মক্কা–মদিনায় বাড়ি ভাড়া চুক্তি শেষ করার নির্দেশ
সারাদেশকুড়িগ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ ও উন্নয়নমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
মাগুরায় নির্বাচনী সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ শুরু
নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড
গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান ফরিদা আখতারের
গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ সরকার স্বৈরাচারী হওয়ার সুযোগ পাবে না: উপদেষ্টা ফারুক
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস রাজশাহী বিভাগীয় কমিশনারের
দৌলতপুরে ভোট ও আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ ও জনসাধারণের মতবিনিময় সভা
মাদারীপুরে সরকারি গুদামে নিম্নমানের চাল, পশুখাদ্য হিসেবে বিক্রি
সাভারে পরিত্যক্ত ভবনে হত্যাকাণ্ড: সিরিয়াল কিলার ‘সাইকো সম্রাট’ গ্রেপ্তার
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা কুমিল্লা-৬ আসনের ইয়াছিন'র
আন্তর্জাতিকস্পেনে উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় নিহত ২১, আহত অর্ধশতাধিক
খেলাবাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের শুরু বাংলাদেশ দলের, যুক্তরাষ্ট্র হারল ২১ রানে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
সারাদেশ

মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা কুমিল্লা-৬ আসনের ইয়াছিন'র

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

সোমবার দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে তাঁর ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে বিএনপির পক্ষ থেকে কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, তিনি কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি নিজেকে জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে বলেন, যেহেতু তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তাই নির্বাচন তাঁর কাছে অত্যন্ত অর্থবহ। তাঁর ভাষায়, নির্বাচন একটি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

তিনি আরও বলেন, গত দুই থেকে তিন দিন আগে এবং তার আগেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়েছে। কয়েক দিন আগে চেয়ারম্যান তাকে দেখা করার জন্য ডেকেছিলেন। তিনি সেখানে উপস্থিত হন। তিনি উল্লেখ করেন, তিনি ৩৩ বছর ধরে দল করছেন। সাক্ষাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁকে আসন্ন নির্বাচনে সহযোগিতা করার আহ্বান জানান এবং কুমিল্লার ছয়টি নির্বাচনী এলাকার সমন্বয়কের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেন।

হাজী ইয়াছিন বলেন, তিনি দল করেন দলকে ক্ষমতায় আনার জন্য এবং দলের আদর্শ বাস্তবায়নের জন্য। এসব কারণেই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রস্তাবের সঙ্গে একমত হন। তিনি জানান, বৈঠকের সময় বসা অবস্থাতেই তাঁকে সমন্বয়কের দায়িত্বের চিঠি দেওয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, সকালে মনোনয়নপত্র প্রত্যাহারের চেষ্টা করেছিলেন, তবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বাইরে থাকায় তা সম্ভব হয়নি। বিকেল পাঁচটার মধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে বলে তিনি জানান।

এ সময় কুমিল্লা-৬ আসনের বিএনপির প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী বলেন, আজ কুমিল্লার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। অতীতে যে বিভাজন ছিল, তা আজ সমাধান হয়েছে বলে তিনি মন্তব্য করেন। হাজী ইয়াছিনের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে সমঝোতা হয়েছে তা কুমিল্লার জন্য অত্যন্ত প্রয়োজন ছিল।

তিনি বলেন, স্বাধীনতার পর কুমিল্লাকে প্রত্যাশিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। আজকের এই সমঝোতা নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে কুমিল্লাকে এগিয়ে নেওয়া হবে। হাজী ইয়াছিন, জেলা ও মহানগর নেতাদের সমন্বয়ে কুমিল্লা নিয়ে তাঁর স্বপ্নের কথা তিনি জনগণের সামনে তুলে ধরবেন। তিনি বলেন, জাতি বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, হাজী ইয়াছিন ও মনিরুল হক চৌধুরী-উভয়ই শ্রদ্ধেয় নেতা। দলের চেয়ারম্যানের আহ্বানে হাজী ইয়াছিন দলের স্বার্থে যে ত্যাগ স্বীকার করেছেন, সে জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, হাজী ইয়াছিন জেলার ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব নিয়েছেন এবং তাঁর নেতৃত্বেই বিএনপি ওই ছয়টি আসনে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলের এই সংকটময় সময়ে হাজী ইয়াছিন যে ত্যাগ স্বীকার করেছেন, দল নিশ্চয়ই তা যথাযথভাবে মূল্যায়ন করবে বলেও তিনি মন্তব্য করেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন