কাশিয়ানীতে প্রতারক মীম চক্রের ফাঁদে বহু মানুষ, গ্রেফতার ১
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওই চক্রের ফাঁদে পড়ে একাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অনৈতিক ভিডিও ধারণ করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে চক্রটির বিরুদ্ধে।
এ ঘটনায় কাশিয়ানী থানায় লিখিত অভিযোগের পর পুলিশ চক্রের এক সদস্য রহমত শেখকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
ভুক্তভোগী কাশিয়ানী উপজেলার গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মো. ওহিদুজ্জামান তালুকদার অভিযোগে জানান, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় চর পিঙ্গুলীয়া গ্রামের বাসিন্দা মোছা. মীম খানম তার গ্যাসের চুলা নষ্ট হয়েছে জানিয়ে ফোন করেন। একাধিকবার অনুরোধের পর তিনি মীমের বাড়িতে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া চক্রের সদস্যরা তাকে আটকে রেখে হত্যার হুমকি দেয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি আরও জানান, ওই সময় তাকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি নগদ ৫ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা প্রদান করেন। এরপরও চক্রটি আরও অর্থ দাবি করলে তিনি তার দোকান থেকে টাকা দেওয়ার কথা বলেন। পরে চয়ন সমাদ্দার নামে এক ব্যক্তি তার সঙ্গে দোকানে গিয়ে আরও ৮০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন।
এ ঘটনায় ওহিদুজ্জামান তালুকদার কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোছা. মীম খানমসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
১০৮ বার পড়া হয়েছে