সাভারে পরিত্যক্ত ভবনে হত্যাকাণ্ড: সিরিয়াল কিলার ‘সাইকো সম্রাট’ গ্রেপ্তার
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাভারের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে পোড়া দুই মরদেহ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুধু সর্বশেষ দুই মরদেহ নয়, গত পাঁচ মাসে ওই ভবন থেকে উদ্ধার হওয়া আরও তিনটি মরদেহ এবং আলাদা আরেকটি হত্যাকাণ্ডসহ মোট ছয়টি খুনের সঙ্গে জড়িত এই ব্যক্তি।
সোমবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।
তিনি জানান, রোববার দুপুরে সাভার থানা রোডে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আগুনে পোড়া দুইটি মরদেহ উদ্ধার করা হয়। এর আগেও একই ভবন থেকে গত পাঁচ মাসে তিনটি মরদেহ উদ্ধার হলেও তখন কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সর্বশেষ ঘটনার পর পুলিশ একাধিক তদন্ত দল গঠন করে। তদন্তের একপর্যায়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি কাঁধে করে মরদেহ নিয়ে পরিত্যক্ত ভবনের ভেতরে প্রবেশ করছে। ফুটেজ বিশ্লেষণ করে ভবঘুরে হিসেবে পরিচিত মশিউর রহমান খান সম্রাটকে শনাক্ত করা হয়, যিনি পৌর কমিউনিটি সেন্টার, সাভার মডেল থানা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগুনে পোড়া দুই মরদেহ উদ্ধারের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি, জানান অতিরিক্ত পুলিশ সুপার।
পুলিশের ভাষ্যমতে, একই ভবন থেকে উদ্ধার হওয়া আগের তিন মরদেহ ছাড়াও ঢাকা–আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায়ও এই ‘সিরিয়াল কিলার’ জড়িত।
এ ঘটনায় গ্রেপ্তার মশিউর রহমান খান সম্রাটকে ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে