গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে নাতি-দাদীসহ তিনজনের মৃত্যু
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের ১০ মাস বয়সী ছেলে সাইফান হাসান, তার দাদী রাহেলা বেগম (৫০) এবং প্রতিবেশী ইরান সিকদার (৫৫)। রাহেলা বেগম মৃত মোশারফ সিকদারের স্ত্রী এবং ইরান সিকদার হানিফ সিকদারের ছেলে।
মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সজিব সিকদারের বাড়ির পাশের বোরো ধানের জমিতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতা ছিল। ওই তারে বিদ্যুতের লিকেজ থাকায় শিশুটি সেখানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় শিশুটিকে বাঁচাতে এগিয়ে গেলে তার দাদী রাহেলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে নাতি ও দাদীকে উদ্ধারের চেষ্টা করলে প্রতিবেশী ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বর্তমানে মরদেহগুলো নিহতদের নিজ নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
১১৫ বার পড়া হয়েছে