খুলনায় বিপিএমপিএ’র ২২তম জেলা মেডিকেল সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৬:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
'প্রাইভেট প্রাক্টিশনার্স : ব্যাকবোন অফ কমিউনিটি হেলথ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার উদ্যোগে ২২তম জেলা মেডিকেল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) খুলনায় দিনব্যাপী এ সম্মেলনে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচ শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্সদের ভূমিকা অনস্বীকার্য। জাতির স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড হিসেবে তাঁদের অবদান ভবিষ্যতেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সাবেক সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক নেতা ডা. মো. রফিকুল হক বাবলু। তিনি তাঁর বক্তব্যে প্রাইভেট প্রাক্টিশনার্সদের দীর্ঘদিনের সংগ্রাম, অর্জন ও ঐক্যের কথা তুলে ধরেন এবং নবীন চিকিৎসকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, অভিজ্ঞ ও নবীন চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিপিএমপিএ খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্সরা মানবিক দায়িত্ববোধ থেকে নিরলসভাবে মানুষের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তিনি সংগঠনের ঐক্য, পেশাগত মূল্যবোধ এবং মানবিক চিকিৎসা চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্বাস্থ্যসেবায় আজীবন নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে এবছর বিপিএমপিএ খুলনার পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য চিকিৎসক ডা. মো. রফিকুল হক বাবলু, ডা. গৌতম রায় এবং ডা. মোরশেদ আহমেদকে। সম্মাননা প্রদানকালে মিলনায়তন করতালিতে মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত চিকিৎসকরা সম্মাননাপ্রাপ্তদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিপিএমপিএ খুলনা শাখার সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল। তাঁর সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনটি আরও গতিশীল হয়ে ওঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজী হাফিজুর রহমান এবং সদস্য সচিব ডা. মাহমুদ হাসান লেনিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে মোট ১২টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। এসব গবেষণাপত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতি, প্রাইমারি কেয়ার ও কমিউনিটি হেলথ বিষয়ে বাস্তবভিত্তিক ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈজ্ঞানিক অধিবেশন শেষে পারিবারিক মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই সম্মেলনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। সৌহার্দ্য, ভালোবাসা ও পেশাগত বন্ধনে আবদ্ধ হয়ে ২২তম জেলা মেডিকেল সম্মেলনটি এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
১৩১ বার পড়া হয়েছে