সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র টেকসই নয়: মাগুরায় সুজন'র বক্তারা
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (আজ) সকাল ১০টায় শহরের সৈয়দ আতর আলী রোডে একটি স্থানীয় হলরুমে এ বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মাগুরা জেলা শাখা।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন মাগুরা জেলা শাখার সভাপতি খান শরাফত হোসেন।
গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম আর খান ও আব্দুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. ওয়াহিদুজ্জামান, অ্যাডভোকেট অমিত মিত্র, ইতিহাস গবেষক ডা. তাসুকুজ্জামান, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শেখ ইলিয়াস মিথুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, অতীতের একাধিক সংসদ নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এতে ভোটাররা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। গণতন্ত্রকে শক্তিশালী ও টেকসই করতে হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য নাগরিকদের সচেতন হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং নির্বাচন ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক দল, প্রশাসন ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট যশোর জেলার সমন্বয়কারী মো. গিয়াস উদ্দিন।
গোলটেবিল বৈঠকে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, নারী নেত্রী, সমাজসেবক, সাংবাদিক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১১৬ বার পড়া হয়েছে