গোপালগঞ্জে চাকরি নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে পরিবর্তনের প্রতিশ্রুতি বাবরের
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর গোপালগঞ্জের মানুষের চাকরি ও স্বাস্থ্যখাত নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) জেলা বিএনপি কার্যালয়ে এসেনসিয়াল ড্রাগস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে তিনি এই আশ্বাস দেন।
সভায় ডা. বাবর বলেন, 'গোপালগঞ্জের কোনো মানুষের চাকরি বিপন্ন হবে না। যারা বর্তমানে ক্যাজুয়াল হিসেবে কাজ করছেন, তাদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে। এছাড়া যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন, আমি নির্বাচিত হলে তাদের চাকরি ফিরিয়ে দেব।'
তিনি আরও আশ্বস্ত করে বলেন, 'গোপালগঞ্জ কোনো বিশেষ জেলা হিসেবে অবহেলিত থাকবে না। অন্যান্য জেলার মতো সকল সুযোগ-সুবিধা এ জেলার মানুষ পাবেন। বিএনপি ক্ষমতায় এলে গোপালগঞ্জের স্বাস্থ্য খাতেও আমূল পরিবর্তন আনা হবে।'
সভায় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা জানান, গোপালগঞ্জ জেলার সন্তান হওয়ায় তাদের কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানির শিকার হতে হচ্ছে। অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা ডা. বাবরের হস্তক্ষেপ কামনা করেন।
মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দ্দিন লিপটন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েসসহ অসংখ্য নেতাকর্মী ও এসেনশিয়াল ড্রাগসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
১১২ বার পড়া হয়েছে