নোয়াখালীতে শীতের ঐতিহ্য উদযাপনে বর্ণিল ‘পিঠা উৎসব- ২০২৬’
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর শীতকালীন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আজ ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বর্ণিল 'পিঠা উৎসব- ২০২৬'।
লাইসিয়াম স্কুল ও নোয়াখালী সিটি কলেজের যৌথ উদ্যোগে জেলা শহর মাইজদী সংলগ্ন হাউজিং দক্ষিণ মোড়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাহারি রকমের পিঠা-পুলি, ঘরোয়া খাবার, গ্রামীণ সাজসজ্জা ও শীতের ঐতিহ্যবাহী স্বাদ একসঙ্গে উপভোগের সুযোগ থাকায় স্থানীয়দের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে।
আয়োজকরা জানান, নোয়াখালীর গ্রামীণ শীতকালীন সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ হলেও সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম সেই ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। পিঠা উৎসবের মাধ্যমে হারিয়ে যেতে বসা পিঠা-পুলি ও গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে পরিচিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতে, এই উৎসব নোয়াখালীর নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ ও চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সীমিত সংখ্যক স্টল বরাদ্দ থাকায় আগ্রহী অংশগ্রহণকারীদের ভিড়ও লক্ষ্য করা গেছে।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এ পিঠা উৎসব নোয়াখালীর একটি স্থায়ী ও উল্লেখযোগ্য সাংস্কৃতিক আয়োজনে পরিণত হবে। একই সঙ্গে তারা উৎসবের সফল বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।
১২০ বার পড়া হয়েছে