শীতার্ত মানুষের পাশে হুসাইন আহমেদ সামসুন্নাহার ওয়েলফেয়ার ট্রাস্ট
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে হুসাইন আহমেদ সামসুন্নাহার ওয়েলফেয়ার ট্রাস্ট।
আজ শনিবার বিকেল ৩টার দিকে আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপদেষ্টা সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পিয়ারুল ইসলামসহ ট্রাস্টের পরিচালনা পর্ষদের সদস্যরা।
ট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিন ধাপে প্রায় এক হাজার শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। এতে এলাকার দুস্থ, নির্ভরশীল ও নিম্ন আয়ের মানুষেরা শীত থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। উপকারভোগীরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।
ট্রাস্ট কর্তৃপক্ষ আরও জানায়, শুধু শীতবস্ত্র বিতরণ নয়- গ্রামীণ অর্থনীতির উন্নয়নে চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে হুসাইন আহমেদ সামসুন্নাহার ওয়েলফেয়ার ট্রাস্ট।
উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসেবক ও গুণী ব্যক্তিত্ব মরহুম মাওলানা হুসাইন আহমেদ এবং তাঁর সহধর্মিণী মরহুমা সামসুন্নাহারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ট্রাস্টটি সমাজের বিভিন্ন স্তরে বহুমুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
১২১ বার পড়া হয়েছে