সর্বশেষ

জাতীয়নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ, ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেশবাসীর আশার প্রতিফলন ঘটাবে : ড. সালেহ
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক চাপ নেই : প্রেস সচিব
অমর একুশে বইমেলায় স্টল আবেদনের সময়সূচি ঘোষণা
সারাদেশশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
বেগম জিয়ার হাত দিয়েই প্রথম বয়স্ক ভাতা পেয়েছে মানুষ : নাটোরে দুলু
আন্তর্জাতিকগ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধীদের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
খেলাক্ষমা ও সমঝোতায় কাটল অচলাবস্থা, আজ থেকেই মাঠে আছে বিপিএল
জাতীয়

অমর একুশে বইমেলায় স্টল আবেদনের সময়সূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলায় অংশ নিতে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল বরাদ্দের আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, ২০২৫ সালের বইমেলায় অংশগ্রহণকারী পুরোনো প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগের মতো একই আকারের স্টল বা প্যাভিলিয়ন (১, ২, ৩ ও ৪ ইউনিট) পেতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে বাংলা একাডেমির নির্ধারিত ওয়েবসাইট www.ba21bookfair.com-এর মাধ্যমে।

অনলাইন আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে করা সর্বশেষ চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা, লেখককে প্রদত্ত সম্মানীর সাম্প্রতিক প্রমাণপত্র, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে বই জমা দেওয়ার রসিদ বা প্রত্যয়নপত্র এবং অগ্নি ও সাইক্লোন বীমার কাগজপত্র আপলোড করতে হবে।

নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা যারা আগের তুলনায় বড় আকারের স্টল বা প্যাভিলিয়ন নিতে আগ্রহী, তাদের ক্ষেত্রে অনলাইনের পরিবর্তে সরাসরি আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে বাংলা একাডেমি থেকে আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কমপক্ষে ৩০টি মানসম্মত বই জমা দেওয়ার শর্ত রয়েছে।

২০ থেকে ২৬ জানুয়ারি (ছুটির দিনসহ) প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলার অভ্যর্থনাকক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

বইয়ের মান ও জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্টল বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেবে বইমেলা পরিচালনা কমিটি। যাচাই শেষে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য আবেদনপত্রের তালিকা ৩১ জানুয়ারি অনলাইনে প্রকাশ করা হবে।

স্টল বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ব্যাংকে স্টল ভাড়া জমা দিয়ে তার রসিদ অনলাইনে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লটারির তালিকা থেকে বাদ পড়বে। অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখায় ভাড়া জমা দেওয়া যাবে এবং রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন