সর্বশেষ

জাতীয়নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ, ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেশবাসীর আশার প্রতিফলন ঘটাবে : ড. সালেহ
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক চাপ নেই : প্রেস সচিব
অমর একুশে বইমেলায় স্টল আবেদনের সময়সূচি ঘোষণা
সারাদেশশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
বেগম জিয়ার হাত দিয়েই প্রথম বয়স্ক ভাতা পেয়েছে মানুষ : নাটোরে দুলু
আন্তর্জাতিকগ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধীদের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
খেলাক্ষমা ও সমঝোতায় কাটল অচলাবস্থা, আজ থেকেই মাঠে আছে বিপিএল
আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধীদের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে—এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে যারা একমত হবে না, তাদের বিরুদ্ধে শুল্ক ব্যবস্থার পথে হাঁটতে পারে ওয়াশিংটন।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তবে কোন কোন দেশের ওপর কী ধরনের শুল্ক আরোপ করা হবে কিংবা কোন আইনি ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর হবে—এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি ট্রাম্প।

এদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বিষয়টি নিয়ে প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে। ট্রাম্পের বক্তব্যের মধ্যেই কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে যায়। সফরে তারা গ্রিনল্যান্ডের সংসদ সদস্যদের পাশাপাশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেদেরিকসেনের সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানান, স্থানীয় মানুষের মতামত জানতেই তাদের এই সফর। তিনি বলেন, পরিস্থিতির উত্তেজনা কমানো এবং গ্রিনল্যান্ডবাসীর কথা শোনা তাদের মূল উদ্দেশ্য। সেসব মতামত ওয়াশিংটনে তুলে ধরা হবে।

বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে শতাধিক মার্কিন সেনা স্থায়ীভাবে অবস্থান করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের পরিচালনায় রয়েছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী, প্রয়োজনে সেখানে আরও সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ডেনমার্ক সতর্ক করে বলেছে, ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করা হলে জোটের মৌলিক ভিত্তিই প্রশ্নের মুখে পড়বে। ইতিমধ্যে ইউরোপের কয়েকটি দেশ ডেনমার্কের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন