সারাদেশ
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণকে উদ্বুদ্ধ করতেই তাদের এ উদ্যোগ—কারণ সব ক্ষমতার উৎস জনগণই। অতীতে জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ভবিষ্যতে তা আর হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
ক্ষমতা জনগণের হাতেই, সিদ্ধান্তে আর উপেক্ষা নয়: ড. সালেহউদ্দিন আহমেদ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণকে উদ্বুদ্ধ করতেই তাদের এ উদ্যোগ—কারণ সব ক্ষমতার উৎস জনগণই। অতীতে জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ভবিষ্যতে তা আর হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট বটতলায় ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সম্ভাবনা বিপুল হলেও দেশ আরও এগিয়ে যেতে পারত। সুষ্ঠু নির্বাচন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণভোটের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি সামনে এসেছে। কিছু সংস্কার কার্যক্রম শুরু করা হলেও সবগুলো সম্পন্ন করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, শুরু করা সংস্কারগুলো জনগণের কল্যাণের লক্ষ্যেই নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে যে সরকার দায়িত্ব নেবে, তারা এসব উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন