কুয়াকাটায় মানবতার বার্তা ছড়াতে ‘মানবিক বক্স’ উদ্বোধন
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ‘মানবিক বক্স’ উদ্বোধন করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর-এর উদ্যোগে এবং কুয়াকাটা প্রেসক্লাব-এর সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ মানবিক বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সাবেক আমির ও বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাতিঘরের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, সাংবাদিক আল আমিন অনিক, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি জনি আলমগীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাতিঘরের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স বলেন, শীতের এই সময়ে অনেক গরিব ও অসহায় মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে পারে না। তাদের কথা বিবেচনা করেই মানবিক বক্স স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী মানুষ এখান থেকে শীতবস্ত্র নিতে পারবে এবং যাদের অতিরিক্ত আছে, তারা এখানে রেখে যেতে পারবেন।
বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা বলেন, বাতিঘর দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচি, ভারসাম্যহীনদের বস্ত্র বিতরণসহ নানা সামাজিক উদ্যোগের ধারাবাহিকতায় এই মানবিক বক্স স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, মানবিক বক্স স্থাপনের মাধ্যমে বাতিঘর একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু শীতবস্ত্র নয়, শিশু ও বিভিন্ন বয়সী মানুষের জন্য জুতাসহ প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে, যা এই উদ্যোগের মানবিকতা আরও বাড়িয়েছে। এ উদ্যোগের পাশে থাকতে পেরে তিনি গর্বিত বলেও জানান।
১০৬ বার পড়া হয়েছে