টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সম্মাননা প্রদান করেছে মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাহ আলম কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শাহনাজ বেগম লাইজু, সদস্য ডা. শাহ আলম ও আসাদুজ্জামান আজাদ, উপদেষ্টা মো. সোলাইমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান এবং আশরাফুল ইসলাম আরজুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৩৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরও আলাদাভাবে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
২৬৫ বার পড়া হয়েছে