জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন উপদেষ্টা পরিষদে
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে উপদেষ্টা পরিষদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সমসাময়িক বিষয়ক ব্রিফিংয়ে তিনি বলেন, 'জুলাই-অগাস্টের রাজনৈতিক প্রতিরোধের ঘটনায় যদি কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে, সেগুলো প্রত্যাহার করা হবে এবং নতুনভাবে কোনো মামলা করা হবে না।'
আইন উপদেষ্টা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ৮ জানুয়ারি তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, 'দায়মুক্তি অধ্যাদেশ'-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, 'জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের সময় তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন, তার জন্য তাদের দায়মুক্তি দেওয়ার অধিকার রয়েছে।'
ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন, এ ধরনের আইন প্রণয়ন সংবিধান এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ। তিনি আরব বসন্তসহ সমসাময়িক বিপ্লবের উদাহরণ টেনে বলেন, বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় এ ধরনের আইন করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের ৪৬ অনুচ্ছেদে এমন দায়মুক্তি আইন করার স্পষ্ট অনুমতি রয়েছে।
২৮৫ বার পড়া হয়েছে