সারাদেশ
পঞ্চগড়ে সপ্তাহজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। দিনের শুরুতে তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে।
পঞ্চগড়ে সপ্তাহজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, জনজীবন প্রভাবিত
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে সপ্তাহজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। দিনের শুরুতে তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে।
গতকাল হাড় কাঁপানো কনকনে শীতে পৌষ মাসের শেষ দিন কাটলেও, মাঘের প্রথম দিনেও শীতের দাপট অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে জেলার সাধারণ মানুষ জুবুথুবু অবস্থায় দিন কাটাচ্ছে।
আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, জেলার এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
জেলার এই আবহাওয়ায় ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েছে। সকাল থেকেই পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে।
১৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন