খাজা ইউনুস আলী এনায়েতপুরীর ১১১তম বাৎসরিক ওরশ শুরু কাল
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক ও শাহান শাহে তরিকত, সিরাজগঞ্জের বিশ্ব শান্তি মঞ্জিল হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর ২০২৬ সালের বাৎসরিক ওরশ আগামীকাল, ১৬ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে।
ওরশের উদ্বোধন অনুষ্ঠানটি হবে বাদ জুমা, যেখানে দরবারের সাজ্জাদ্দানশীন হুজুর খাজা গোলাম মেহেদীর নেতৃত্বে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর সত্য তরিকার আরবি হরফে লেখা ‘আল্লাহু আকবার’ ঝান্ডা সুউচ্চ টাওয়ারে উড়িয়ে ১১১তম ৩ দিন ব্যাপী ধর্মীয় মহাসমাবেশের সূচনা করা হবে।
দরবার শরীফের খতিব ও পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ আব্দুল আউয়াল জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভারতের আসাম, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ লাখো মুসল্লী এতে অংশগ্রহণ করবেন। পূর্ণ প্রস্তুতির জন্য গত দুই মাস ধরে দরবারকে নানা ফুলের সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে।
দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগত ভক্ত ও মুসল্লীদের থাকার, খাওয়ার, ওজু ও গোসলসহ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলার প্রশাসন ও পুলিশ, বিশেষ নিরাপত্তায় প্রশিক্ষিত হাজারো মোজাদ্দেদিয়া আনসার দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এনায়েতপুর-সিরাজগঞ্জ ২০ কিলোমিটার সড়কে সুবিশাল তোরণ ও আড়াই কিলোমিটার আলোকসজ্জা করা হয়েছে। এবার ঐতিহ্যের ১১১তম ওরশ মেলাও বসবে।
ওরশের সমাপ্তি হবে আগামী রবিবার সকাল ৯টায়, যেখানে বর্তমান সাজ্জাদ্দানশীন হুজুর খাজা গোলাম মেহেদী আখেরী মোনাজাত পরিচালনা করবেন। এতে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হবে।
১৫৮ বার পড়া হয়েছে