রাঙামাটিতে প্রথমবার জাতীয় ট্যুরিজম কনফারেন্স, ১৬–১৭ জানুয়ারি
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উদ্যোগে রাঙামাটিতে প্রথমবারের মতো জাতীয় ট্যুরিজম কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ ও ১৭ জানুয়ারি দুই দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ টুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. নিয়াজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান।
কনফারেন্স উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাঙামাটি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর ড. আতিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৭০ জনের বেশি গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এসব গবেষণা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এবারের কনফারেন্সের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “Tourism Tomorrow: Nature’s Next Fleck to Explore”।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভাইস চ্যান্সেলর ড. আতিয়ার রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প অত্যন্ত সম্ভাবনাময় হলেও সেই তুলনায় কাঙ্ক্ষিত উদ্যোগ নেওয়া হয়নি। এই শিল্পকে বিকশিত করে দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্যেই রাবিপ্রবি এ কনফারেন্সের আয়োজন করেছে। কনফারেন্স শেষে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি সুপারিশমালা পাঠানো হবে, যা পর্যটন শিল্পের উন্নয়ন এবং পার্বত্য অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ এবং ড. সাদ্দাম হোসেন।
১২৫ বার পড়া হয়েছে