কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধে বাবা-মাকে হত্যাচেষ্টার অভিযোগ
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি বিক্রির টাকা না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবা-মাকে মারধর করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
পুলিশ অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আহত বাবা সত্তার মোল্লা ও মা আসমা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। অভিযোগ অনুযায়ী, বড় ছেলে রাসেল মোল্লা ও মেঝো ছেলে রানা মোল্লা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।
ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা না দেওয়ায় গত রোববার রাত তারা দুজন তাকে ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালায় এবং উঠানে কবর খোঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে। মা আসমা বেগম বলেন, “আমরা যে সন্তানদের বড় করেছি, তারাই আমাদের প্রাণে হুমকি দিয়েছে।”
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
১৩০ বার পড়া হয়েছে