মগবাজারে ডিবি'র অভিযান মাদকদ্রব্যসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ২:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল Eskuf সিরাপ ও দুটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-গুলশান বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রবিউল ইসলাম (৪৬), মো. পারভেজ হোসেন (২২) এবং মো. অমিত ভূঁইয়া (২৬)। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে হাতিরঝিল থানাধীন মগবাজার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৭০ বোতল Eskuf সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে