পল্টনে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, ডিবির হাতে আটক ২
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর পল্টন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পল্টন মডেল থানাধীন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে একটি কার শো-রুমের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. আল আমিন (২৮)। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা এবং মো. আল আমিনের বিরুদ্ধে একই আইনে দুইটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১১৫ বার পড়া হয়েছে