সারাদেশ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইজিবাইক দুর্ঘটনায় কাশেম আলী মোল্লা (৩২) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইজিবাইক দুর্ঘটনায় কাশেম আলী মোল্লা (৩২) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার আশুতিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কাশেম আলী মোল্লা সৌদি আরব থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন। সকালে শখের বসে বড় ভাইয়ের ইজিবাইক নিয়ে বের হন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি রাস্তার পাশের খালে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত কাশেম আলী মোল্লা উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক আলী মোল্লার ছেলে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন